সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সামাজিক ও মানবিক মূল্যবোধ

0
21
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমা : দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, প্রতারণা, সুদ, অনাচার, অবিচার, অ্যাকাউন্ট হ্যাক, শোষণ, নিপীড়ন, স্বার্থপরতা, ঘুষ, ধর্ষণ, হত্যা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, মাদকাসক্ত, ব্যভিচারের মতো কাজগুলো বেড়েই চলেছে । এমন কি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্র কর্তৃক শিক্ষিকার, শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির মতো নিকৃষ্ট ঘটনাও ঘটছে অহরহ । এই নির্মম বর্বরতা থেকে আমাদের কোমলমতি শিশুরাও নিরাপদ নেই । নৈতিক শিক্ষার অধঃপতনের কারণে কিশোর অপরাধ বেড়েই চলেছে । শিক্ষার্থী কর্তৃক শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনাও কম নয় । মানুষ মানুষকে সামান্যতম স্বার্থের জন্য খুন করছে । এই অবক্ষয়ের ম‚লে রয়েছে অসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব ও সর্বগ্রাসী অশ্লীলতার মতো আরও কিছু বিষয় । পেশিশক্তির প্রভাব, সুশাসনের অভাব, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সামাজিক বিশৃঙ্খলা, বিচারহীনতার সংস্কৃতি, সর্বোপরি লাগামহীন অশ্লীলতাই আজকের তরুণ সমাজকে চরম অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে । যার ফলে আমাদের সুস্থ সমাজ, জীবনযাপন ও জীবন বিকাশের জন্য ক্রমেই প্রতিক‚ল হয়ে উঠেছে । ইংরেজি সড়ৎধষরঃু শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে নৈতিকতা । নৈতিকতা হচ্ছে চেতনাগত বিষয় এবং দ্বিতীয়ত তা আচরণের বহিঃপ্রকাশ। ম‚লত সামাজিক রীতিনীতি, ন্যায়-অন্যায়বোধ আর অর্জন-বর্জনের নির্দেশনায় নৈতিকতার স্বরূপ নিহিত। মাতৃগর্ভ থেকে শিশু ম‚ল্যবোধ ও নৈতিকতা নিয়ে জন্মগ্রহণ করে না । পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের মাধ্যমে শিশু ম‚ল্যবোধ ও নৈতিকতা শিখে থাকে। শিশুর প্রথম নৈতিক শিক্ষা শুরু হয় পরিবার থেকে, পরবর্তীতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে সামাজিকীকরণের মাধ্যমে নৈতিকতার গুণাবলি শিখে থাকে। নৈতিকতা ও ম‚ল্যবোধ একটি সমাজ বা রাষ্ট্রের ম‚ল চালিকাশক্তি । তাই সমাজ সৃষ্টির শুরু থেকেই নৈতিকতাকে বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন । নৈতিকতা সম্পর্কে উস্তাদ সাইয়্যেদ কুতুব (র.) বলেন, সমাজে যদি ন্যায় পরায়ণতা এবং নৈতিকতার প্রাধান্য থাকে, তবে সে সমাজ সুশীল। দার্শনিক অ্যারিস্টটলের মতে, সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হচ্ছে শিক্ষা। ম‚ল্যবোধ ও নৈতিকতার মতোই একটি ইতিবাচক প্রেরণা যা মানুষের বিবেচনাবোধ ও মনুষ্যত্বের সঙ্গে সম্পর্কিত । ম‚ল্যবোধ নিয়ে উইলিয়াম ইঞ্চ বলেছেন, শিক্ষা হলো জ্ঞান নয়, সত্য নয়, ম‚ল্যবোধ। নৈতিক শিক্ষা আর ম‚ল্যবোধ অবিচ্ছেদ্য এবং একটি অপরটির পরিপ‚রক। ম‚ল্যবোধ লালনের মাধ্যমে একজন ব্যক্তি যেমন নিজেকে সমাজ সুন্দর জীবনপ্রকাশের পথে এগিয়ে নিয়ে যেতে পারে । ঠিক তেমনি ম‚ল্যবোধের পতন ব্যক্তি, পরিবার এবং সমাজ সবকিছুকেই ধ্বংস করে দেয় । ম‚ল্যবোধের মাধ্যমে ব্যক্তি নৈতিক বিচার এবং সঠিকতা যাচাই করতে পারে। একজন বিবেকবান মানুষ নৈতিক ম‚ল্যবোধের অধিকারী হতে পারেন । কারণ বিবেকের সঙ্গে নৈতিকতা ও ম‚ল্যবোধের সম্পর্ক নিবিড়; যা কিছু ভালো এবং মানুষ ও সমাজের জন্য কল্যাণকর তার নিশ্চয়তা নৈতিকতার মাঝে নিহিত । নৈতিকতা ও ম‚ল্যবোধ হচ্ছে সর্বজন স্বীকৃত যেসব ভালো, সুন্দর, চমৎকার, শালীন, সৌহার্দ্যপ‚র্ণ ও কল্যাণকর বিষয়; যা কোনো সমাজকে কল্যাণময় সোনালি সমাজে পরিণত করে । শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং ম‚ল্যবোধের প্রয়োজনীয়তা বর্তমান সময়ের প্রেক্ষাপটে অতীব জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে । নৈতিক শিক্ষা ও ম‚ল্যবোধের পরিচর্যায় একজন মানুষ সম্মান ও মর্যাদার আসন পায়। শিক্ষা মানেই শুধু জ্ঞানার্জন করে সার্টিফিকেট অর্জন করা নয় । মেধাবী হলে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের গÐি পেরিয়ে বিদেশে গিয়ে সুনাম অর্জন করা যায়, কর্মজীবনেও উচ্চ বেতনে উচ্চপদে সমাচীন হওয়া যায় কিন্তু নৈতিকতা ও ম‚ল্যবোধ না থাকলে একসময় সবকিছুই ¤øান হয়ে যায় । একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষায় ও শিক্ষিত করে তুলতে হবে একইসঙ্গে বিবেকবোধ জাগ্রত করে তোলার প্রচেষ্টা গ্রহণ করতে হবে । কেননা আজকের তরুণরাই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। যদি তারা নৈতিকতার শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে সমাজ, জাতি কোনো নিরাপদ এবং সঠিক পথের দিশা পাবে না বরং প্রতারিত হবে । তাদের প্রাপ্ত শিক্ষার ও বেড়ে ওঠার ওপর সংশ্লিষ্ট রাষ্ট্রের, জাতির ভবিষ্যৎ কেমন হবে তা নির্ভর করে । তাই তরুণ প্রজন্ম এবং তার ভবিষ্যৎ ও নীতি-নৈতিকতা নিয়ে বর্তমান প্রজন্মকেই ভাবতে হয় । যে সমাজে মানুষের নৈতিক ম‚ল্যবোধ দুর্বল সে সমাজ দুর্বল ও অনিরাপদ । আর এই শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি বা জাতি উৎকর্ষ সাধন করতে পারে না । কারণ নৈতিকতা বিবর্জিত মানুষ পশুর সমান। একজন শিক্ষা অর্জনকারী ব্যক্তি আলোকিত প্রদীপের মতো এবং একজন বিদ্যা বর্জনকারী ব্যক্তি আঁধারের সমতুল্য হিসেবে গণ্য করা হয় । কিন্তু বর্তমানে আমাদের সমাজে নৈতিকতার মারাত্মক অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। দিন দিন এই প্রবণতা ক্রমাগতভাবে বেড়েই চলেছে; যা নিঃসন্দেহে একটি উদ্বেগজনক বিষয়। নৈতিক অবক্ষয় হচ্ছে চরিত্রের ক্ষয়প্রাপ্তি । নৈতিক অবক্ষয় হচ্ছে সামাজিক নৈতিকতা ও ম‚ল্যবোধের বিলুপ্ত ঘটা বা ধ্বংস নামা । দেখা যায় যত না অপকর্ম করছে ম‚র্খরা তার চেয়েও বেশি অপকর্ম করছে শিক্ষিত অনৈতিক মানুষগুলো । নৈতিক অবক্ষয় রোধ করার জন্য একজন সন্তানকে প্রথম থেকে নৈতিকতা ও ম‚ল্যবোধ শিক্ষা প্রদান করা পরিবারের জন্য খুবই গুরুত্বপ‚র্ণ ও অপরিহার্য। প্রকৃত মানুষ হতে হলে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিকতা ও ম‚ল্যবোধ গঠনের জন্য আমাদের প্রচলিত সামাজিক রীতিনীতি, বিধিবিধান ও ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে । শুধু সঠিক নৈতিকতা ও ম‚ল্যবোধ চর্চাই পরিবার, সমাজ, রাষ্ট্রকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে পারে । এ সমাজকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তোলার লক্ষ্যে সমাজে সর্বস্তরে সুশিক্ষার বীজরোপণ করতে হবে। পরিবার ও সমাজের যুবকদের চরিত্র গঠনের জন্য মা-বাবা, কর্তাব্যক্তিদের এগিয়ে আসা দরকার। যেহেতু নৈতিক শিক্ষাপ্রাতিষ্ঠানিক শিক্ষার আদলের শিক্ষা নয়, তাই আমাদের সমাজকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ-সুন্দরভাবে গড়ে তোলার জন্য নৈতিক ম‚ল্যবোধের পরিচর্যায় সবাইকে সক্রিয় ভ‚মিকা পালন করতে হবে । ঘুণে খাওয়া সমাজে মানুষের অনিরাপদ ও কষ্টকর জীবনকে কল্যাণধারায় অভিষিক্ত করতে হলে অবশ্যই নৈতিক ম‚ল্যবোধের শক্তি বাড়াতে সচেষ্ট হতে হবে এবং সর্বস্তরের নাগরিককে ভবিষ্যৎ একটি সুস্থ সুন্দর ও নিরাপদ সমাজ ও রাষ্ট্র গঠনে সমবেতভাবে এগিয়ে আসতে হবে । মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-সবার জানা মর্মকথাটি আমাদের সমাজে যেন হয়ে পড়েছে অর্থহীন। কোথায় মানুষ, মনুষ্যত্ব আর মানবতা। মানুষের প্রতি মানুষের বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ নেই বললেই চলে। মানবিক ম‚ল্যবোধ এবং একে অন্যের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে হবে । বর্তমানে বাংলাদেশে যৌথ পরিবারের সংস্কৃতি বিলীন হওয়ার পথে । ম‚ল্যবোধের অবক্ষয়ের ফলে মানুষ হয়ে পড়ছে আত্মকেন্দ্রিক আর স্বার্থবাদী । সমাজ হয়ে পড়ছে বিকারগ্রস্ত । এজন্য আমাদের চাই সামাজিক বিপ্লব । যার মাধ্যমে গড়ে উঠবে একটি সামাজিক ও মানবিক ম‚ল্যবোধের সমাজ। মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিলেন আর দুই লাখ মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছিলেন শোষণ-নিপীড়নমুক্ত সমাজ গঠন করতে । তারা চেয়েছিলেন একটি স্বাধীন দেশ আর আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার। যে সমাজে নারী-পুরুষ ভোগ করবে সমান অধিকার । নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজব্যবস্থা আজও গড়তে পারিনি আমরা । আমাদের মাঝে রয়েছে কি সত্যিকার দেশপ্রেম? আজকের শিশু আগামীর ভবিষ্যৎ । নানা বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি তাদের শেখাতে হবে সামাজিক ও পারিবারিক ম‚ল্যবোধ । তাদের মেধা ও মননের বিকাশ ঘটিয়ে গড়ে তুলতে হবে দেশপ্রেমিক, সৎ ও ভালো মানুষ হিসেবে । পারিবারিক ম‚ল্যবোধ একজন মানুষের সারা জীবনের পাথেয় । অস্থির সমাজ থেকে রক্ষা পেতে প্রয়োজন সামাজিক ম‚ল্যবোধের পাশাপাশি সাংস্কৃতিক ম‚ল্যবোধের লালন । আমাদের মেধা ও মননের সার্বক্ষণিক চর্চা অপ্রয়োজনীয় হয়ে দাঁড়ায় । গতানুগতিক আনুষ্ঠানিকতার পথ ছেড়ে কষ্টকর বিকল্প পথ ধরতে কার মন চায়? প্রয়োজনও-বা কী এটাই মনে করেন অনেকে আর আমাদের যেভাবে আগের অবস্থা চলে এসেছে, সে অবস্থা থেকে খুব একটা বের হওয়ার আগ্রহ আমরা প্রকাশ করি না। তাই প্রকৃত মেধাবীর সংখ্যা আমাদের সমাজে ক্রমেই কমে আসছে । সামাজিক অবক্ষয়ের পাল্লা ভারী হচ্ছে । নানা কারণে আমাদের সমাজে মেধাবী কম না হলেও আদর্শনিষ্ঠ এবং সৎ ও নীতিপরায়ণ মেধাবী প্রতিবাদী মানুষের সংখ্যা কমে আসছে। কমে যাচ্ছে ব্যতিক্রমী ধারার জনস্বার্থবাদী চিন্তাবিদের সংখ্যা । স্বভাবতই হ্রাস পাচ্ছে বা শক্তিহীন হচ্ছে অনুরূপ গুণের বৈশিষ্ট্যযুক্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যেগুলোকে জনস্বার্থবান্ধব হিসেবে চিহ্নিত করা যায় । এগুলো সাংস্কৃতিক শ‚ন্যতার অন্যতম কারণ। আর এই অবস্থা থেকে আমাদের উত্তরণের পথ দেখাতে পারে প্রকৃত সংস্কৃতিচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাÐ যা আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়কে দ‚র করে জাতিকে নতুন যুগের পথ দেখাতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here