
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সংগঠন “সমৃদ্ধ নাগরিক পরিষদ”,বাংলাদেশের নেতা প্রফেসর ড. অধীর সরকার সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা প্রতিরোধে তৃণমূল থেকে জাতীয় পর্যায় অর্থাৎ পাড়া,মহল্লা,গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা,জেলা ও বিভাগ পর্যন্ত প্রতিরোধ কমিটি গঠনের নীতিমালা প্রণয়ন ও সকল পেশার মানুষের সমন্বয়ে কমিটি গঠনের এক উদাত্ত আহ্বান করেছেন। ঈদ-উল- আযহার পূর্বেই সরকারী বিজ্ঞাপনের মাধ্যমে এ পদক্ষেপ গ্রহণ অতীব জরুরী।
দেশ ও দেশের মানুষকে বাঁচাতে লগ ডাইন কর্মসূচি পুনর্বিবেচনা করে কঠোর স্বাস্থ্যবিধি প্রয়োগ,অসহায় কর্মহীন মানুষের খাদ্য সহায়তা প্রদান, তৃণমূল কমিটিকে দুর্নীতিমুক্তভাবে যথাযথ দায়িত্ব পালনের উপযোগী করে তুলুন।
দেশের বিত্তবানদের মানব সেবায় ব্রতী হবার জন্য অনুপ্রাণিত করুন।
এটি এই মুহূর্তে জাতির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনায় রাষ্ট্র্রীয় প্রজ্ঞাপন বা বিধি মোতাবেক করণীয় কর্ম হিসেবে ঘোষণা দেয়া হোক। তা না হলে জাতির কাছে একদিন জবাব দেবার কিছু থাকবে না।
