ডেইলি গাজীপুর প্রতিবেদক: বুধবার রাত সাড়ে ১১টায় দৈনিক সমকাল টঙ্গী প্রতিনিধি ও টঙ্গী থানা প্রেস ক্লাবের সদস্য আবু ছালে মুসা বাবুর মা মোসাঃ আছিয়া বেগম (৬৮) টঙ্গী দত্তপাড়া কফিল উদ্দিনরোড মকবুল ভিলায় বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেছে। ইন্নালিলাহি…………রাজিউন। মৃতু কালে তিনি এক ছেলে ছয় মেয়েসহ অনেক গুনোগ্রাহি রেখে গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় নিহতের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে এরশাদ নগর ৪নং ব্লকের কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় জানযায় অংশ নেন সাংবাদিক মোহাম্মদ আলি ভৃঁইয়া, মনসুর আহমেদ, নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবু খলিফা, যুবলীগ নেতা বিল্লাল মোল্লা, কামাল দেওয়ান, ছাত্রলীগ নেতা কাজী মনজুরসহ স্থানীয় বিভিন্ন ইলেকটিক, পিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার গনমান্যবৃক্তিবর্গ।