সাপাহারে মসজিদের আভ্যন্তরিন বিষয়কে কেন্দ্র করে দরজায় ঝুলছে তালা

0
169
728×90 Banner

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৈবর্ত গ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের কমিটির সাথে গুটি কয়েক লোকজনের দ্বন্দে মসজিদে তালা মেরেছে প্রতিপক্ষের লোকজনেরা।
জানাগেছে, প্রতিদিনের ন্যায় ওই মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে মুসল্লীরা আসে, আজ শুক্রবার (৯জুলাই) জুম্মাবার হওয়ার কারনে গ্রামের সকল মুসল্লিরা মসজিদে উপস্থিত হয় এবং একত্রিত হয়ে জুম্মার নামাজ আদায় করেন নামাজ শেষে এক মুসল্লি দাঁড়িয়ে মসজিদ কমিটির বিবাদ নিরসন নিয়ে কথা বলে এবং মসজিদের আভ্যন্তরিন কোন্দল মিটিয়ে নেওয়ার আহব্বান জানান এবং মসজিদ কমিটির কাছে হিসাব নিকাশ জানতে চায় । কিন্তু মসজিদ কমিটি তাৎক্ষণিক হিসেব দিতে না পারার কারনে তারা বলেন অন্য একদিন আমরা হিসার নিকাশ দিব বলে জানায়ে সবায় নিজ নিজ বাড়িতে চলে যায় আবার আসরের নামাজের জন্য মসজিদে আযান দিতে গেলে মোয়াজ্জেম মসজিদে ঢুকতে না পারায় মাইক ছাড়া খালি মুখেই আজান দেয় এবং নামাজ আদায় করার জন্য মুসল্লীরা আসলে তারাও মসজিদে প্রবেশ করতে না পারায় যে যার মতো করে নামাজ পড়ে।
কে এই তালা দিযেছে তা জানতে চাইলে মসজিদ কমিটি ও গ্রামবাসী জানান,দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে কয়েকজন লোক খুব তোড়জোড় চালিয়ে আসে যখন তখন বিভিন্ন অজুহাতে বিতর্কে জড়িয়ে পড়ে । কমিটি ও গ্রামবাসীর অভিযোগ সেই সমস্ত লোকজনই মসজিদে তালা মারতে পারে বলে জানান।
মসজিদের ঈমাম ও মোয়াজ্জেম (আমজাদ আলী ও দেলোয়ার হোসেন) জানান, যেই ঘটনা থাকুক মসজিদ কমিটি নিয়ে তবে কেউ মসজিদে তালা মেরে রাখতে পারে না আমরা অতি দ্রæত এই তালা অপসারণ করার জোর দাবী জানাচ্ছি এবং এহেন নেক্কার জনক ঘটনার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি আমরা প্রমাসনকে জানিয়েছি তারা দ্রæত বিষটি সমাধানের আশ্বাস দিয়েছেন।
মুসল্লীদের দাবী অনতিবিলম্বে তালা খুলে নামাজ পড়ার পরিবেশ তৈরি করা হোক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here