
এস,এম,মনির হোসনে জীবন : রাজধানীর অদূরে ঢাকা জেলার সাভার মডেল থানার উলাইল এলাকা থেকে ১৩০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি দল।
এলিট ফোর্স র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেলে এলিট ফোর্স র্যাব-৪ এর একটি দল পুলিশ সুপার নরেশ চাকমা এর নেতৃত্বে সাভার মডেল থানাধীন উলাইল এলাকায় একটি অভিযান চালানো হয়। এসময় র্যাব সদস্যরা ১৩০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৫০), জেলাঃ জামালপুর, সোহাগ (৩৩), জেলা-ময়মনসিংহ, সোহেল (৩২), জেলা-ঢাকা ও (৪) ভোলন (২৬), জেলা- জামালপুরকে গ্রেফতার করে।
মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ধৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বেঁচাকেনার কথা স্বীকার করেছে। তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন জায়গা থেকে গেরোইন সংগ্রহ করে অভিনব কায়দায় সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
