সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে মিথ্যা ছবি শেয়ার ও পোষ্ট দেয়ায় গ্রেফতার-১

0
312
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দের সম্পর্কে অশ্লীল, মিথ্যা, ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোষ্ট করায় ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
আজ ৮ সেপ্টেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এসএমপির কোতয়ালী থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির কোতয়ালী থানাধীন জিন্দাবাজার মিলিনিয়াম মার্কেটের সামিয়া ফেব্রিকস দোকান থেকে একজন বিকৃত চিন্তাধারার অধিকারী মেহেদী হাসান আমতর (৩৪), পিতা- মৃত রুস্তম আলী, সাং-কুড়িহাল, থানা- জগন্নাথ, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানাঃ ২৩ নং জল­ার পাড়, রুম্মন মিয়ার কলোনী, থানা- কোতয়ালী,এসএমপি, সিলেট’কে গ্রেফতার করেছে। উক্ত ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তার ব্যবহৃত ঋধপবনড়ড়শ ওউ মেহেদী হাসান আমতর হতে জাতীয় নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর ছবি শেয়ার এবং মন্তব্য করে তার ব্যবহৃত ফেইসবুকে পোষ্ট করে প্রচার করে আসছিল। সে তার নিজের ব্যবহৃত ঋধপবনড়ড়শ ওউ মেহেদী হাসান আমতর এর মাধ্যমে শেয়ার এবং মন্তব্য পূর্বক সোশ্যাল মিডিয়ায় ফেইসবুকে পোষ্টসহ তার পরিচিত জনদের মধ্যে শেয়ার করার কথা স্বীকার করে। সে আরো জানায় বর্তমান সরকার ও সরকার প্রধান তার অপছন্দের বিধায় এই সব কুরুচিপূর্ণ ছবি ও তথ্য পোষ্ট এবং শেয়ার এর মাধ্যমে সাধারণ জনগণদের বিপথে পরিচালনা, সরকার প্রধানের ভাবমূর্তি ক্ষুন্ন ও অবমাননা করা এবং আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here