সিরাজগঞ্জে নিরীহ মানুষেকে ঠকিয়ে গয়না হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

0
191
728×90 Banner

আবির হোসাইন শাহীন : সম্প্রতিককালে সিরাজগঞ্জের বিভিন্ন জায়গাতে প্রতারনার মাধ্যমে গয়না হাতিয়ে নিচ্ছে এক প্রতারক চক্র। বিভিন্ন ভুক্তভোগীর তথ্য মতে এরকম প্রতারণার ফাঁদে বেশিরভাগ শিকার নারী ও মহিলারা। ভুক্তভোগীরা ঘটনার বিবরণ দেন এভাবে একটি মহিলা সবসময় গাড়ি চলাচল করে এমন একটি রাস্তার পার্শ্ববর্তী এলাকায় যায় তারপর সেখানে নিজেকে কবিরাজ বলে পরিচয় দেয় এবং সকলকে বিনামূল্যে ২/৪ টা গাছ,,ঝাড়া ফু দেয়।
প্রতারক চক্রের মুল টার্গেট থাকে বাচ্চাহীন দম্পত্তির উপর।
সে আশেপাশে কোনো মহিলাকে হিপনোটাইজ করে নিজেকে তার বোন বানায়। নিজের কাজের সুবিধার জন্য। তারপর যার বাচ্চা নেই সেই মহিলার বাড়িতে গিয়ে তাকে বলে যে কোনো তিনটি গহনা দিয়ে পানি পড়া দিলে সেই পানি খেলে তার বাচ্চা হবে। এতে কিছু শর্ত থাকে সে যেই কলসিতে গহনা রেখে পানি পড়বে সেটা একদিন পর খুলতে হবে আর তাকে রাস্তায় কিছুটা এগিয়ে দিয়ে আসতে হবে আর এক মুঠ মাটি ছিটিয়ে দিতে হবে। মুলত পানি পরার সময় সকলকে নজর বন্দী করে গহনাটা সে নিজের কাছে রেখে দেয়।
এভাবেই প্রতারিত হয়েছে বেশ কিছু পরিবার।একমাত্র সচেতনতার বৃদ্ধির মাধ্যমে প্রতারণার প্রতিরোধ করা সম্ভব। যদি আপনার বাড়ির আশেপাশে এমন কাউকে দেখেন তবে তাকে বেধে রাখুন এবং পুলিশকে ফোন দিন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here