Daily Gazipur Online

সুন্নীয়ত প্রতিষ্ঠায় ইমাম শেরে বাংলা (রহ.) চিরস্মরণীয় হয়ে থাকবেন

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ইমাম শেরে বাংলা (রহ.) রিসার্চ একাডেমীর উদ্যোগে ইমাম শেরে বাংলা কন্ফারেন্স ১৮ মার্চ বুধবার বিকাল ৩টা হতে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন ষোলশহর আলমগীর খানেকাহ্ শরীফে অনুষ্ঠিত হয়। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। কন্ফারেন্সে বক্তারা বলেন, আক্বীদার বিশুদ্ধতা ব্যতিত কোন ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে না। বিশ্বে সাধারণ মুসলমানের ইমাম আক্বীদা ধ্বংস করার জন্য যখন বিভিন্ন বাতিল সম্প্রদায় মাথাচাড়া দিয়ে উঠেছে তখনি ইমাম শেরে বাংলা (রহ.) তার ক্ষুরধার লেখনী, জ্ঞানগর্ভ বক্তব্য ও তর্ক যুক্তির মাধ্যমে মানুষকে সুন্নিয়তের প্রতি আহ্বান জানান এবং বাতিল পন্থীদের কবর রচনা করেন। বিশ্বে সুন্নীয়তের বীজ বপনের ক্ষেত্রে ইমাম শেরে বাংলা (রহ.)’র অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মদ ইউনুচ আযিযী রজভী। সংগঠনের মহাসচিব আলহাজ মাওলানা আবদুল আউয়াল আলকাদেরী ও মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরীর যৌথ সঞ্চালনায় কন্ফারেন্সে আলোচনায় অংশ নেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম.এ মান্নান, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী, আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, মাওলানা ইলিয়াছ আলকাদেরী, একাডেমির ভাইস চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী, মাওলানা জিয়াউল হক রজভী, মাওলানা সাইফুদ্দীন খালেদ আল আযহারী, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা ক্বারী ইব্রাহিম, মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস প্রমুখ।