সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের সাহায্যে দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে: মিজানুর রহমান মিজু

0
101
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র মানুষের সাহায্যে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।
১৪ জুলাই ২০২১ বিকাল ৪ টায় ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সামনে জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে “গরীব ও অসহায় কর্মহীন মানুষের মধ্যে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ” কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান মিজু বলেন, “করোনা ভাইরাস পরিস্থিতির দেড় বছর পার হলেও এখনো আমাদের দেশে দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। সংক্রমণ কমাতে সরকার ঘোষিত লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নি¤œ আয়ের মানুষ। কর্ম হারিয়ে তারা আজ দিশেহারা। সুবিধা বঞ্চিত এসব মানুষের সাহায্যে সকলকে এগিয়ে আসতে হবে।”
করোনার প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের ত্রাণ কার্যক্রমের প্রশংসা করে মিজানুর রহমান মিজু বলেন, “বাংলাদেশের মত জনবহুল একটি দেশে সরকারের একার পক্ষে সকলের পাশে দাঁড়ানো সম্ভব নয়। তাই আমাদের যাদের সামর্থ্য আছে তাদের সবাইকে দল-মত নির্বিশেষে সাধ্যমত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। আসন্ন ঈদুল আযহায় ত্যাগের মহিমায় অনুপ্রাণিত হয়ে প্রতিবেশীদের সাহায্যে এগিয়ে আসতে হবে। ”
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির উপদেষ্টা মোঃ আব্দুল হান্নান মিয়া, ৬নং গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেন হোসেন, জাতীয় স্বাধীনতা পার্টি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here