স্কুলের ম্যানেজিং কমিটিতে পদ পেতে বিএ পাস,কলেজে মাস্টার্স পাস হতে হবে

0
62
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে এসব তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা জানান, স্কুলের ম্যানেজিং কমিটিতে পদ পেতে হলে বিএ পাস, আর কলেজের ক্ষেত্রে মাস্টার্স পাস হতে হবে।
পাঠ্যবই বিতরণ বিষয়ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না, সেই বইগুলো ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে। আর প্রত্যন্ত অঞ্চলে এবার আগে বই বিতরণ করা হবে।
শিক্ষকদের অবসর ভাতা বিষয়ে শিক্ষা উপদেষ্টা জানান, বন্ডের মাধ্যমে শিক্ষকদের অবসর ভাতার চেষ্টা করা হচ্ছে। যেন এক বছরের বাজেটের ওপর চাপ না পড়ে।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা খাতে অনেক সমস্যা রয়ে গেছে। তাই শুধু অবকাঠামোতে নয়, মানসম্মত শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাত গুরুত্ব পাবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here