ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): স্বপ্নময় মানব কল্যাণমূখী সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আনোয়ারা উপজেলা আব্দুল জলিল স্মৃতি মিলনায়তনে আল-শাহরিয়া রাফির পরিচালনায় মুহাম্মদ মহিউদ্দিন রহিতের সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্টান আয়োজন করে।
দিনব্যাপি বর্ণাঢ্য বর্ষপূর্তি আয়োজনে ছিল র্যালী, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান এবং এতিমখানায় খাবার বিতরণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবিক পুলিশ মুহাম্মদ শওকত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনোয়ারা স্টুডেন্ট’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনির শওকী, স্বপ্নময়ের উপদেষ্টা মুহাম্মদ নাজিম উদ্দীন, সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বর্ষপূর্তিতে মানবিক পুলিশ শওকত হোসেন বলেন, সেচ্ছাসেবীরা সমাজে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। সমাজসেবকদের উচিত তাদের সহযোগিতা করা।
স্বপ্নময় কল্যাণমূখী সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠিত
