Daily Gazipur Online

২০ নারী উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ প্রদান

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ২০ নারী উদ্যোক্তাকে নিয়ে ঢাকায় সমাপ্ত হল কম্পিউটার স্কিল, ই ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। আসাদ এভিনিউয়ে বিসিআই কম্পিউটার ল্যাবে এ কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং উইম্যান এন্টারপ্রেনরস নেটওয়ার্ক ফর ডেভলপমেন্ট এসোসিয়েশন ওয়েন্ড। এটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের জুনিয়ার এক্সপার্ট আকাশ ঘোষ। বৃহস্পতিবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন প্রিজম প্রকল্পের সিনিয়ার এক্সপার্ট এ্যান রেইন ও ওয়েন্ডের সভাপতি নাদিয়া বিনতে আমিন।