

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩ এর অন্তর্গত কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২টি পরিবারের মধ্যে ডিএনসিসির পক্ষ হতে পরিবার প্রতি নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা দেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত বছরের ১৮ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
