নিজস্ব প্রতিবেদক : অগ্রণী ব্যাংকের এজিএম হলেন লায়লা নূর বেগম। আজ সোমবার অগ্রণী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানাযায়, লায়লা নূর বেগম অগ্রণী ব্যাংকে ২০০০ সালে অফিসার হিসেবে যোগদান করেন। এর পর তিনি পর্যায়ক্রমে অগ্রণী ব্যাংকের বিভিন্ন দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি অগ্রণী ব্যাংকের সেন্ট্রাল ল’ কলেজ শাখার এসপিও ও দ্বিতীয় কর্মকতা হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
লায়লা নূর বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তাকে এজিএম হিসেবে পদন্নোতি দিয়ে উক্ত শাখার ম্যানেজার পদে দায়িত্ব দেওয়া হয়।