অধ্যক্ষ নুরুল মোনাওয়ার (রহ.) ছিলেন শরীয়ত ও তরিক্বতের অগ্রণী প্রাণ পুরুষ

0
167
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ নুরুল মোনাওয়ার (র.) এর বার্ষিক ফাতেহা শরীফ আন্জুমানে আল-আমিন সুবলুস সালাম বাংলাদেশের উদ্যোগে এবং আল মোনাওয়ার ইসলামী সাংস্কৃতিক ফোরামের সার্বিক সহযোগিতায় মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে হাটহাজারী উত্তর মেখল মাওলানা বাড়ীস্থ মোনাওয়ার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআনসহ বিভিন্ন খতম, হুজুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, মিলাদ মাহফিল, ইফতার সামগ্রী বিতরণ ও আখেরি মুনাজাত। মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ মুহাম্মাদ ছালেকুল মাওলা (মুজিআ)। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা সৈয়দ মুহাম্মদ মনিরুর রহমান খসরু, ইউ পি সদস্য মুহাম্মদ কায়ুইম, মাওলানা মুহাম্মদ এরশাদ খোন্দকার, সৈয়দ মুহাম্মাদ হাসান শাহ, মুহাম্মদ মন্জুরুল ইসলাম রুবেল, মুহাম্মদ মামুনুর রশিদ মামুন সহ হুজুরকেবলার অসংখ্য ভক্তবৃন্দ। সভাপতির বক্তব্যে শাহজাদা সৈয়দ মুহাম্মাদ ছালেকুল মাওলা বলেন, পৃথিবী যত আগাচ্ছে ততই বাতিল শক্তির আস্ফালন বাড়ছে। ইসলামকে নানা ভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ধর্মপ্রাণ সাধারণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মিষ্ট ও রসাত্মক কথার মোহে ঈমানহারা করছে ইসলামী লেবাসধারী কুচক্রী মহল। এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে প্রয়োজন জ্ঞানের শক্তি। এক্ষেত্রে অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ নুরুল মোনাওয়ার (রহ.) এর দর্শনের আলোকে আনুষ্ঠানিক কর্মসূচির পরিবর্তে গঠনমূলক কর্মসূচির আলোকে অর্থবহ দ্বীনি মরকয প্রতিষ্ঠা জরুরী। তিনি সর্বস্তরের সুন্নি জনতার প্রতি সুন্নি আলেম-স্কলার তৈরির কাজে এগিয়ে আসার আহবান জানান। অন্যান্য বক্তারা বলেন, শরিয়ত-তরিক্বতের খেদমতে অগ্রণী ত্যাগী প্রাণপুরুষ ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ নুরুল মোনাওয়ার (র.)। ইলমে দ্বীনের প্রচার- প্রসার এবং ইসলামের মূলধারা সুন্নিয়তের প্রচারে নিবেদিত থেকে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বক্তারা আরো বলেন, অধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ নুরুল মোনাওয়ার (র.) ৩৬ বছর ধরে চট্টগ্রাম রাউজান গহিরা এফ কে জামেউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে অধিষ্ঠিত থেকে সততা ও ত্যাগের অনন্য স্বাক্ষর রাখেন। শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি এবং দেশ ও বিশ্ববাসীকে করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন আল-মোনাওয়ার ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মাদ ছালেকুল মাওলা (মু.জি.আ)। উল্লেখ্য, প্রতি বছর ৬ রমজান মোনাওয়ার দরবার শরীফে বিশাল পরিসরে হুজুরকেবলার ওরশে পাক অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here