Daily Gazipur Online

অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে…….মাহবুবউল আলম হানিফ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যারা দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালাচ্ছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দেশ ও বিদেশে নানারকম ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, সরকার একটার পর একটা উন্নয়ন করে যাচ্ছে যা দেখে এক শ্রেণীর দলকানা লোকের গাত্রদাহ হচ্ছে। এদের প্রতিহত করতে হবে। এরা সব সময় কোন না কোন অপপ্রচারে লিপ্ত থাকে।
মঙ্গলবার ধানমন্ডির স্টার কাবাব কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত সেনাবাহিনী, র‌্যাব ও সরকারি বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে দেশ-বিদেশে অপপ্রচার বন্ধ ও দ্রব্যমূল্যের উর্ধগতি সম্পর্কিত এক সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, প্রিন্সিপাল আলহাজ্ব শায়খুল হাদিস, আল্লামা রুহুল আমিন খান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ড. খান আসাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মহাসচিব শায়খুল হাদিস, আল্লামা মনিরুজ্জামন রাব্বানী। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আমরা ৬-৭ মাস আগেই লবিষ্ট নিয়োগের কথা লিখিত আকারে মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম। তখন ব্যবস্থা না নিলেও সরকার এখন নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে লবিষ্ট নিয়োগ দিয়েছে। তিনি আরো বলেন, জনরোষ সৃষ্টি করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিহত করতে হবে। ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে বাজার ব্যবস্থা উন্মুক্ত করে দিতে হবে। মজুদদারদের বরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. খান আসাদুজ্জামান বলেন, দেশবিরোধী সকল অপপ্রচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন, বঙ্গবন্ধুর জীবনী সংবলিত স্বরচিত কবিতা অনুষ্ঠানে পাঠ করেন।