অল্প বৃষ্টিতে হাটু পানি ভোগান্তীতে শিক্ষক শিক্ষার্থীরা

0
462
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ অল্প বৃষ্টি হলেই পানি জমে যায় ঠাকুরগাঁও পৌরসভার বি-আখড়া শ‌ৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা রিসোর্স সেন্টারে। ফলে দুর্ভোগে পরতে হয় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের। হাটু পানি অপেক্ষা করে স্কুলে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের।
আজ সোমবার (১৫ জুলাই ) সরেজমিন গিয়ে দেখা যায় স্কুলের সামনে পুরো এক হাটু পরিমান পানি লেগে আছে। সেখানে যেতে হলে পানি ডিঙ্গিয়ে তবেই যাওয়া যাবে । পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষার পুরো সময়টায় এখানে পানি জমে থাকে। আর পানিবন্দি অবস্থায় চলে বিদ্যালয়। বিদ্যালয়টির আশপাশেও পানি জমে আছে।
পঞ্চম শ্র‌েনির ছাত্র মোঃ মিরতাজুর রহমান বলেন, অল্প বৃষ্টি হলে প্রায় হাটু পানি জমে যায়। চরম দুর্ভোগে পরতে হচ্ছে আমাদের। বর্ষা কালে একটু আধটু বৃষ্টি হলে আমাদের স্কুল মাঠে পানি জমে যায়। আমরা স্কুল টিফিনে একটু আধটু খেলতেও পারিনা। পানি জমে থাকার কারনে আমাদের অনেক সমস্যায় পরতে হয়। স্কুলে আসতে দু-একদিনে দেখাযায় কেউ না কেউ পা পিছলে মাঠে পরে তার স্কুল ড্র‌েশ নষ্ট করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায় জানান, বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকে। আমার উদ্ধতন কর্মকর্তারা বিষয়টি অবগত আছেন। কারণ আমার বিদ্যালয়ে প্রায় প্রতি বছরের ঘটনা এটি তবে আবার মাঠে কিন্তু মাটি দিয়ে উচু করলে এর সমাধান হবে না। তাহলে তখন আমার বিদ্যালয়ের রুমে পনি ঠুকে যাবে। এখানে ড্র‌েনের ব্যবস্থা করলে পানি আর জমে থাকবেনা। জমে থাকা ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হয়। একটি মডেল স্কুলের এমন দৃশ্য বেমানান।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইকবাল হোসেন জানান, স্কুল মাঠ ও আমাদের অফিসের সামনের ফাকা মাঠে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও কাদায় পুরো মাঠ চলাচল অনুপযোগী হয়ে যায়। একটু বৃষ্টি হলেই পুরো মাঠে বৃষ্টির পানি জমে তবে এই অংশটা নিচু হওয়ায় এদিকে একটু বেশি পানি জমে যায়।
তিনি আরও বলেন, ‘এটা বৃষ্টির মৌসুম, এসময় প্রায়ই বৃষ্টি হবে। বৃষ্টিতে এমন জলাবদ্ধতায় বাচ্চাদের স্কুলে যাতায়াতে সমস্যা হয়। এখানে ড্র‌েনেজ ব্যবস্থা করলে পানি জমে থাকবে না। আমাদের ও স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগে কমবে।
সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটু জানান, বিষয়টি শুনে খারাপ লাগলো। স্কুল মাঠে পানি জমে থাকে তাহলে কিভাবে শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করবে। আমি খুব দ্রুত ব্যবস্থা গ্রহন করার চেস্টা করছি।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, ব্যপারটি আমি অবগত ছিলাম না,জেনেছি আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করছি। আসলে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতা হচ্ছে হয়ত। ড্র‌েনেজ ব্যবস্থা হলে তখন আর এমন ভোগান্তি থাকবে না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here