
মোঃরফিকুল ইসলাম মিঠু : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলায় আগামী ২৭ আগস্ট অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মামলাটি আমলে নিয়ে এই দিন ধার্য করেন।
এর আগে সাহেদকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী আদালতে তার জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।
