ডেইলি গাজীপুর প্রতিবেদক: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার শেষ পর্ব তথা ৫৮তম বিশ্ব ইজতেমা। রোববার টঙ্গীর তুরাগ নদের তীরে দুপুর ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার এ পর্বের আখেরি মোনাজাত।
ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসছেন। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল প্লাটফর্মগুলোতে। সেই গুজবের জেরে আটক করা হয়েছে একজনকে। পুলিশের দাবি, গুজব ছড়িয়েছে আটককৃত ব্যক্তিই।
শনিবার বেলা সাড়ে ১১টায় ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পাশে স্থাপিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কন্ট্রোল মে এক সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার এসব তথ্য জানান।
জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব রটানো হয়। সেই ঘটনার প্রেক্ষিতে ওই রটনাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তাকে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, আগামী রোববার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শেষ হবে চলতি বছরের ইজতেমা। বিগত ইজতেমার আখেরি মোনাজাতের আগে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার যানবাহন চলাচল সচল থাকবে।
শনিবার দ্বিতীয় দিনে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে শেষ পর্বে কার্যক্রম। শনিবার বাদ ফজর বয়ান করেছেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোরসালিন। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজুর বয়ান করেছেন নিজামুদ্দিন মারকাজের মুফতি ইয়াকুব। বাদ জোহর বয়ান করেছেন আরবের জনৈক মেহমান, বাদ আসর বয়ান করেছেন বাংলাদেশী মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করেছেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার।
শনিবার বয়ানে ছিল আখেরাতে ভালো কিছু পাওয়ার জন্য মহান আল্লাহর ইবাদত, নবী-রাসুলের আদর্শ মেনে দুনিয়াতে দ্বীনের দাওয়াতে কাজ চালিয়ে যাওয়া এবং ঈমান-আমলের সঙ্গে নিজেদেরকে পরিচালিত করার বিষয়ে। শনিবার আসর নামাজের পর বেশকিছু যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিয়েতে বর ও কনে পক্ষের অভিভাবকরা উপস্থিত থাকবেন। উভয় পক্ষের সম্মতিতে এটি অনুষ্ঠিত হবে।
রোববার আখেরি মোনাজাতের দিন বাদ ফজর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুফতি রিয়াসাত। হেদায়েতের বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদ।
বিদেশী মেহমান: ইজতেমায় শনিবার পর্ষন্ত ৫১ দেশের ১৪৭০জন বিদেশি মেহমান টঙ্গীর বিশ^ ইজতেমা ময়দানের বিদেশী কামরায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত পর্ষন্ত তাদের আসা অব্যাহত রয়েছে। বিদেশী নিবাসের দায়িত্বে নিয়োজিত জিম্মাদার এ তথ্য দেন। তিনি আরো জানান,এরমধ্যে ভারতের ৬৫৮, এরপর ইন্দোনেশিয়া ২৬৭ জন। বিদেশি রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, ফ্রান্স, জার্মানী, গ্রীস, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মরক্কো, মায়ানমার, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইনস, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, সুদান, থাইল্যান্ড, তিউনেশিয়া, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইয়েমেন অন্যতম।
এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা খাওয়া যাওয়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মৃত্যু: বিশ্ব ইজতেমার শেষ পর্বে শনিবার পর্ষন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন শরিয়তপুর জেলার নড়িয়া থানা সদরের মৃত এলেম শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৬২) ও বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫)। খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে দিদার তরফদার (৫৫)।
মুসল্লিদের স্রোত অব্যাহত
রোববার শেষ পর্বের আখেরি মোনাজাতে শরিক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিদের টঙ্গীমুখী স্রোত অব্যাহত রয়েছে। গতকাল সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় অবস্থান নিচ্ছেন। আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত এই স্রোত আরো তীব্র হবে বলে আশা করা হচ্ছে।
আখেরি মোনাজাত উপলক্ষে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব
