ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর পাগাড়ের কৃতি সন্তান গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ¦ আসাদুর রহমান কিরণের বড় ভাই মরহুম আলহাজ¦ আতাউর রহমান খানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার আলোচনা সভা ও দোয়া মাহফিল পাগাড় মূহাব্বত খান নগর এলাকায় বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আতাউর রহমান খানের সুযোগ্য সন্তান খালেদুর রহমান রাসেলের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ¦ আসাদুর রহমান কিরণ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, এড. নাদিম আহমেদ শিমুল, মো: আহম্মদ আলী মিয়া, আক্তার হোসেন, আব্দুর রশিদ খান, হাজী আজগর আলী, টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইফুল ইসলাম বাবু, আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম পাইলট, তাজুল ইসলাম, জাকির হোসেন মাষ্টার, রাশেদুল ইসলাম, যুবলীগ নেতা মামুনুর রশিদ টিটু, রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পাগাড় পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোসেন।