
এস,এম,মনির হোসেন জীবন : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন- আবুল হায়াত (২৬), মোঃ আব্দুল কুদ্দুস (৩০), ও মোঃ আল-আমিন (৩০)। এদের প্রত্যেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
র্যাব- ৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ শনিবার গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলিট ফোর্স র্যাব সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই ২০২০ ইং তারিখে ‘আনসার আল-ইসলাম’ এর পাঁচ সদস্য গ্রেফতার করে এবং তাদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ১৪ আগস্ট শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৪ এর অপর একটি দল চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩ জন সক্রিয় জঙ্গী সদস্য গ্রেফতার করা হয়।
র্যাব- ৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। গ্রেফতারকৃতদের কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মোঃ জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেফতারকৃত আবুল হায়াত (২৬)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। চাঁপাইনবাবগঞ্জে তার নিজস্ব দোকান ও চেম্বার আছে। সে বিগত ৩ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সাথে জড়িত। সে ‘খালিদ সাইফুল্লাহ’ নামে গোপন টেলিগ্রাম আইডি চালিয়ে জঙ্গী কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়া গ্রেফতারকৃত মোঃ আব্দুল কুদ্দুস (৩০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন ফার্মেসীর দোকানদার। সে ২ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সাথে জড়িত। বিডিআর বিদ্রোহে ইতোপূর্বে সে ৭ বছর জেল কেঠেছে। জেলে থাকাকালিন সে জঙ্গী কাজে জড়িয়ে পড়ে।
অপর দিকে, গ্রেফতারকৃত মোঃ আল-আমিন (৩০) জিজ্ঞাসাবাদে জানান, সে পারিবারিকভাবে জঙ্গীবাদে জড়িত, সে গত ৪ বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সাথে ওঁৎপ্রোতোভাবে জড়িত থাকার পাশাপাশি সে তার ভগ্নিপতি মোকসেদুলসহ ‘আনসার আল-ইসলাম’ এর চাঁপাইনবাবগঞ্জ ইয়ানত শাখা দেখাশোনা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
