
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবানদের সঙ্গে সরকারের তিনদিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেই মসজিদে বোমা বিস্ফোরণে প্রাণ গেলো ১২ জনের।
শুক্রবার (১৪ মে) ঈদের দিনেও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো উত্তর কাবুলের একটি মসজিদ।
এতে মসজিদের ইমামসহ অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে বলে জানায় আল জাজিরা।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামারাজ বলেন, বিস্ফোরণে নিহত হয়েছেন মসজিদের ইমাম মুফতি নৌমান। তবে কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও বোঝা যাচ্ছে না। কোনো জঙ্গি গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
জানা যায়, দেশটির উত্তর কাবুলের সকার ডেরা জেলার ওই মসজিদের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা। শুক্রবার জুমার নামাজের সময় প্রার্থনার জন্য মসজিদে মুসল্লিদের সমাগম হতেই বোমাটির বিস্ফোরণ ঘটে।
