
বর্ষাকালে গ্রামের খাল-বিল, নদী-নালা ও ডাঙ্গা পানিতে ভরপুর। সেই পানিতে জন্মেছে সাদা শাপলা। এই শাপলার ডাটা অনেকে সবজি হিসেবেও খায়। ডাঙ্গা থেকে শাপলা তুলছে দুই শিশু। তারা এটি স্থানীয় হাট বাজারে তুলে বিক্রি করবে। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার গোয়ালভাগ ডাঙ্গা থেকে তোলা।ছবি– পিবিএ
