

মোঃরফিকুল ইসলাম মিঠু : ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান (সাবেক এম পি ঢাকা ১৮) দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
আজ (১৯ শে নভেম্বর) রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এ্যভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তিনি।
এ সময় তিনি বলেন -আমি যখন থেকে রাজনীতি বুঝি-রাজনীতি ভালোবাসি ঠিক তখন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মি হিসেবে রাজনীতি শুরু করি। আমরা দলের দু:সময়ে রাজপথে লড়াই করেছি,নিজেকে উজাড় করে দিয়েছি এই দলের পেছনে। সব সময় দলের জন্য কাজ করেছি।
আমার এই আসনের সাবেক এম পি ছিলেন- সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুমা অ্যাডভোকেট সাহারা খাতুন।তিনি প্রয়াত হওয়ার পর উপনির্বাচনে জনগনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে এসেছি-আমার এই অল্প সময়ে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য দিনরাত পরিশ্রম করেছি।
তিনি আরো বলেন-আওয়ামী লীগের একজন সৈনিক হিসেবে বিএনপি অধ্যুশিত ঢাকা -১৮ আসনকে শেখ হাসিনার ঘাটি হিসেবে তৈরি করেছি,ভবিষ্যতে ও করবো। বর্তমানে বি এন পি,জামায়াতে নৈরাজ্য প্রতিরোধে জনগণের জান- মালের নিরাপত্তা দিতে হরতাল অবরোধের সময় রাজপথে অবস্থানকরছি। আমার বিশ্বাস, দলের প্রতি আমার অবদানের কথা বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিবেন- ইনশা – আল্লাহ।
তার সাথে ছিলেন ঢাকা ১৮ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, কাউন্সিলর ডি এম শামিম,কাউন্সিলর-আনিসুর রহমান নাইম,কাউন্সিলর-শরিফুর রহমান,কাউন্সিলর-বীর মুক্তিযুদ্ধা নাসিরউদ্দিন, কাউন্সিলর-ফরিদ আহমেদ,কাউন্সিলর – ইসহাক মিয়া,কাউন্সিলর- জায়েদুল ইসলাম,কাউন্সিলর- জয়নাল আবেদীন, কাউন্সিলর-মোতালেব মিয়া, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর- জাকিয়া সুলতানা,কাউন্সিলর – কমলা রানী মুক্তা ও কাউন্সিলর -সেলিনা।
এছাড়া -ঢাকা মহানগর উত্তর আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক -মতিউর রহমান মতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামিলীগের সদস্য – রবিউল ইসলাম রবি,ফয়েজ,ওয়াসেক প্রমুখ।
উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের – সভাপতি- মনোয়ারুল ইসলাম রবীন,সাধারন সম্পাদক -সাঈদ সিদ্দিকী কাক্কা,সহ-সভাপতি আলাউদ্দিন আল সোহেল,বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি – শাহজাহান আলী মন্ডল,সাধারন সম্পাদক – মাসুম,পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি -কুতুব উদ্দিন, দক্ষিন খান থানা আওয়ামী লীগের সভাপতি – অ্যাডভোকেট আবু হানিফ,উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি – কামাল উদ্দিন, পূর্ব থানা আওয়ামী লীগের – সেক্রেটারি – মতিউল হক, তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক – নুর হোসেন, ক্ষিলক্ষেত থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক -আসলাম উদ্দিন,তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক -এম ডি -হালিম, সহ ঢাকা ১৮ আসনের বিভিন্ন থানা ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।এ সময় তৃণমূলের নেতা কর্মিরা স্লোগান দেন দুঃসময়ের হাবিব ভাই আমরা তোমায় ভুলি নাই।
