Daily Gazipur Online

আবাসিক হোটেল থেকে গোপনাঙ্গ কাটা অবস্থায় লাশ উদ্ধার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থিত টঙ্গী আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির নাম হাফেজ আলী(৪৫)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বনগ্রাম গ্রামের হান্নান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে হাফেজ আলী হোটেলের কক্ষে দরজা বন্ধ করেন। মঙ্গলবার দুপুর পর্ষন্ত রুমের দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষ তাদের খবর দেয়। পুলিশ আরো জানায়, লাশ উদ্ধারের সময় হাফেজ আলীর গোপানাঙ্গ কাটা অবস্থায় ছিল।লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, হাসপাতাল রেজিস্টারের ঠিকানা অনুসারে আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।ওই হোটেলে স্বামী-স্ত্রী, অর্থাৎ কোনো দম্পতিকে ভাড়া দেওয়া হয় না।
আবার কোনো নারীকেও হোটেলের রুম ভাড়া দেয় না কর্তৃপক্ষ। হোটেলটি সম্পূর্ণ ব্যাচেলর পুরুষদের জন্য।