

আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
♥️???? এসো ৫০ বছর পূর্তিতে মেতে উঠি সুবর্ণজয়ন্তীর ফুর্তিতে
♥️???? টঙ্গীর ঐতিহ্যবাহী একমাত্র বালিকা বিদ্যাপীঠ “আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়েছে।
♥️???? আগামী ২০২৪ সালের জানুয়ারীতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ করতে বলা হল।
যোগাযোগ:
সভাপতি, ডাঃ নাজিম উদ্দিন আহমেদ অধ্যক্ষ,
আব্দুর রাজ্জাক মিয়া, মুঠোফোন: ০১৭১২২৮৮৭১৪।
রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে প্রবেশ করতে হবে:https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfFkiBTN4G8mC7Vz-_poYine9-I-EQHNlhp2TAXaR43VLLC-g/viewform
