

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীস্থ ঐতিহ্যবাহী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উচ্চ মাধ্যামিক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিকৃত ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে রুমে এই ক্লাসের আয়োজন করা হয়।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের রেক্টর বীর মুক্তিযোদ্ধা জিন্নাত সুলতানা আঁখি , জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল , কলেজের শিক্ষক প্রতিনিধি ফাতেমা বেগম, প্রভাষক বৃন্দ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নবাগত শিক্ষার্থীদেরসবাই কে শুভেচ্ছা ও স্বাগতম জানান।
