

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৪ ইং এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
আজ রোববার সকালে উক্ত কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিশু শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষার এই ফলাফল ঘোষণা করেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক মিঞার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন আহমেদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের রেক্টর বীর মুক্তিযোদ্ধা জিন্নাত সুলতানা আঁখি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন,গাজীপুর সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার,বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন আহমেদ গেরিলা, অত্র প্রতিষ্ঠানের অনুষ্ঠিতব্য সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মিসেস সুরাইয়া মাহমুদা,জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মহিউদ্দিন সরকার, সাংবাদিক শহীদুল্লাহ, প্রভাষক জাহান্দার হোসেন, ফেরদৌসী বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে ভোকেশনাল শাখা সহ প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতি ছাত্রীদের হাতে পাঠোন্নতি পত্র সহ রজনীগন্ধার গুচ্ছ তুলে দেওয়া হয়। এসময় অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ ছাত্রীরা উপস্থিত ছিলেন।
