

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে আনন্দ উৎসবমূখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে আনন্দ র্যালী, দুপুরে খাবারের ব্যবস্থা, বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ সময় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলন মেলার রূপ নেয়।
অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক মিঞার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের রেক্টর বীর মুক্তিযোদ্ধা জিন্নাত সুলতানা আঁখি, সাবেক মহিলা কাউন্সিলর রাখি সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কাওসার, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সুরাইয়া মাহমুদা,জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, সিনিয়র শিক্ষক কামরুল হাসান, প্রভাষক জাহান্দার হোসেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাহিদ, সহকারী প্রধান শিক্ষক নূরুজামান রানা প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
