
ডেইলি গাজীপুর প্রতিবেদক : সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের “আমার-৯২” ব্যাচ এর উদ্যোগে গত শুক্রবার(২৪ জানুয়ারি’২০২০) নরসিংদী শহরের দেশবন্ধু সড়কে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক হলধর দাস। “আমরা-৯২” ব্যাচের সভাপতি ডা. কমল বাশার এর সভাপতিত্বে এবং তপন কুমার আশ্চার্যেও সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বশির হোসেন ভূইয়া, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিঠু রঞ্জন ধর, আব্দুল মোমেন, আটাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম,খন্দকার রিয়াজুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, দীপু মোদক, মাসুদুর রহমান, ফয়সাল হোসেন, অনুপ সাহা প্রমুখ। প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন মানুষ চিরদিন বেঁচে থাকে না,মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। মানব সেবাই পরম ধর্ম। “আমরা-৯২” সংগঠন তার কর্মের মাধ্যম্ইে সমাজের মানুষের কাছে স্মরণীয় থাকবে সর্বদা। অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
