Daily Gazipur Online

আমাকে মেয়র পদ থেকে বরখাস্ত আইনানুগ ছিল না: জাহাঙ্গীর আলম

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম রবিবার হাইকোর্টে রায় পাওয়ার পর বলেন, আমাকে যেন কেউ ভুল না বুঝে। আমি সত্যের জন্য লড়েছি। আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। তবু সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট।
তিনি বলেন, প্রায় ২০ মাস আগে আমাকে একটি চিঠি দিয়ে স্থানীয় সরকার সাময়িক বরখাস্ত করেছিল। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট করি। শুনানি শেষে জানতে পারলাম আমাকে যে বরখাস্ত করেছিল, সেটি আইনানুগ ছিল না। সেটি অবৈধ ছিল। যেহেতু মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আদালতের কিছু করার নেই।
তিনি আরও বলেন, যদিও সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমার মা নির্বাচিত হয়েছেন। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা যে মিথ্যাচার করেছে, তা গাজীপুর ও দেশবাসী আজকে জানতে পারল। শুধু তাই নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৬৬ হাজার জনপ্রতিনিধি আছে, তাদের জন্য ভবিষ্যতে মঙ্গল হবে। হঠাৎ করে কোনো কিছু করলে যে অনিয়ম হয়,এটিই তা প্রমাণিত হলো। জাহাঙ্গীর অনুসারিদের দাবি তাদের নির্বাচিত মেয়রের জীবন থেকে যে সময়টুকু অবৈধভাবে কেড়ে নেয়া হয়েছে তার সমসময়র ফিরিয়ে দিয়ে গাজীপুর বাসির উন্নয়নের অধ্যায় বহাল রাখার জন্য। এ রায়ের পর গাজীপুরে জাহাঙ্গীর আলম অনুসারিরা আবারও মাঠে সক্রিয় হতে আনন্দিত। তারা আদালতের রায়ের প্রতি শুকরিয়া জানান।
২০২১ সালে সেপ্টেম্বরে বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকড ভাইরাল হলে মেয়র জাহাঙ্গীর বিরোধীরা আন্দোলনে নামেন মেয়র জাহাঙ্গীর আলমকে দলীয় পদ ও মেয়র পদ থেকে হটানোর জন্য। সে সময় জাহাঙ্গীর বিরোধীরা সফলও হয়েছেন। একই সনের ২১ নভেম্বর তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। পরে ২৫ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে সাময়িক বরখাস্ত করেন এবং কাউন্সিলর আসাদুর রহমান কিরণকে প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান কের হয়।
পরে ২০২২ সালের ১৪ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেছিলেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ব্যারিস্টার মশিউর রহমান সবুজ জাহাঙ্গীর আলমের পক্ষে এ রিট করেন।