
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বয়স তার মাত্র ৩৪ বছর। ওজন ৭০৭ পাউন্ড (৩২০ কেজি)। তাতে কি? খাওয়া নিয়ন্ত্রণে আনতে রাজি নন তিনি। বরং মৃত্যু পর্যন্ত তিনি খেতেই থাকবেন বলে জানিয়েছেন। বলছিলাম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার বাসিন্দা কেসি কিং।
আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল টিএলসিতে বুধবার এক রিয়েলিটি শোতে তিনি বলেন, ‘আই উইল ইট টিল আই ডাই’ (আমি মৃত্যু পর্যন্ত খেতেই থাকবো)।
অনুষ্ঠানে দেখানো হয়, কেসি কিং নিজের ঘরের মধ্যে থাকেন সবসময়। বিছানার ওপর বসে বেশিরভাগ সময় খেতে থাকেন। সঙ্গে ভিডিও গেম খেলেন। এর বাইর ঘুমানো ছাড়া তার আর তেমন কোনো কাজ বা চিন্তাও নেই।
অত্যাধিক মোটা হওয়ার কারণে তার শরীরের সঙ্গে খাপ খায় এমন কোনো পোশাক তৈরি হয় না। তাই তিনি বেশিরভাগ সময় উলঙ্গ হয়েই সময় কাটান।
কেসি কিং বলেন, ‘আমি সাধারণত দুপুরে ঘুম থেকে উঠি। উঠে আগে খাবার খাই। এরপর টিভি দেখি ও গেম খেলি। জর্জিয়ায় এখন খুব গরম। আর আমার পোশাক খুবই আটোসাটো। ফলে আমি সেগুলো পরতে পারি না।’
সূত্র: ডেইলি মেইল
