আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

0
91
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের আরও ১০ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দেবে চীন। বাংলাদেশ চাইলে যেকোনো সময় এ টিকা দেশে নিয়ে আসতে পারবে।
রোববার (৩ অক্টোবর) রাতে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, ‘চীন জানিয়েছে, তারা আমাদেরকে আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেবে। আমরা যখন চাইব, তখনই এ টিকা নিয়ে আসতে পারব। এ সপ্তাহে তারা এটা জানিয়েছে। আমরা যাদের কাছ থেকে টিকা নিচ্ছি, সিনোফার্ম; সেখান থেকেই দেবে।’
বিপুল পরিমাণ টিকা লাইন আপে রয়েছে জানিয়ে মোমেন বলেন, ‘আমাদের টিকা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই।’
গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।
এর বাইরে কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ টিকা। গত ১০ সেপ্টেম্বর রাতে বড় চালানে সিনোফার্ম থেকে দেশে আসে আরও ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা। এরপর ১৭ সেপ্টেম্বর আরেকটি চালানে দেশে আসে আরও ৫০ লাখ ডোজ টিকা। সবশেষ ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে আসে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here