অলিদুর রহমান অলি: প্রতি বছরের মতো এবারো শ্রমিক বান্ধব মানবিক মালিকপক্ষ আর এন প্রিন্টিং ফ্যাক্টরীর শ্রমিক, কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। গতকাল সোমবার বিকাল ৪টায় গাজীপুরের গাছা রোডের তোরাব আলী ম্যানসনে ফ্যাক্টরীর ভেতরে এই ঈদ উপহার বিতরণ করা হয়। আর,এন, এস প্রিন্টিং ফ্যাক্টরীর চেয়ারম্যান মোঃ সাদেক হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ স্বশরীরের উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে এই ঈদ উপহার দেন। শ্রমিকরা প্রতি বছর এ ঈদ উপহার পেয়ে খুবই খুশি। চেয়ারম্যান মোঃ সাদেক হোসেন খান বলেন, শ্রমিকরা একটি শিল্প প্রতিষ্ঠানের প্রাণ তাই তাদের বিভিন্ন উৎসব কেন্দ্রিক খুশি রাখা মালিক পক্ষের কর্তব্য আমি প্রতি বছর সেটােই করি।
আর এন পিন্টিং ফ্যাক্টরীর শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ
