আড়াই মাস পর গতি এসেছে গণটিকাদানে

0
111
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দ্বিতীয় দফা নিবন্ধন শুরুর পর গতি এসেছে গণটিকাদানে। নিবন্ধন করে টিকা নিচ্ছেন মানুষ। দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের প্রথম ডোজ। আড়াই মাস পর টিকা কার্যক্রমে গতি আসায় স্বস্তি প্রকাশ করেছেন গ্রহীতারা। টিকা পেয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এদিকে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। বিদেশগামী এসব শিক্ষার্থীর টিকাদানের তারিখ যাতে এগিয়ে আনা যায়, সে বিষয়টিও উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, টিকা দেওয়ার বিষয়টি সুরাহার জন্য গতকাল সকালেও বিদেশগামী কিছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ যেতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের বিশেষ গ্রুপ হিসেবে অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানায়। প্রায় আড়াই মাস পর আবারও শুরু হয়েছে গণহারে প্রথম ডোজ টিকাদান। গতকাল সকাল থেকেই টিকা কেন্দ্রগুলোতে ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে বেশি ভিড়। আগের বারের তুলনায় বয়সসীমা কমিয়ে এবার টিকা গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে ৩৫ ঊর্ধ্ব নাগরিককে। আগেরবার নিবন্ধন করেও প্রথম ডোজ না পাওয়া ব্যক্তিরাও আসেন টিকা নিতে। টিকা কেন্দ্রে আসেন শিক্ষার্থীরাও। টিকা প্রয়োগ শুরু হওয়ায় শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরার আশা এখন তাদের মধ্যে। রাজধানীর ৭ কেন্দ্রে ফাইজারের টিকা কেবল সৌদি ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে সিনোফার্মের প্রথম ডোজ। ১ মাসের ব্যবধানে দেওয়া হবে দ্বিতীয় ডোজের তারিখ। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে এনে দেশজুড়ে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন আবার শুরু করে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানান, সুরক্ষা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন চালু হয়েছে। শুরুর দিকে অনেক বেশি মানুষ রেজিস্ট্রেশন করছেন তাই সার্ভারে চাপ তৈরি হয়েছে। ক্রমে এই চাপ কমে যাবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার পর ২৬ জানুয়ারি সারা দেশে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়। টিকার সংকটে ২৫ এপ্রিল প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here