ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনোরকম বিশৃঙ্খলা করতে দেয়া হবে না—নরসিংদীর জেলা প্রশাসক

0
166
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : নির্বাচনপূর্ব সংঘাত নিরসন এবং জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সামাজিক, রাজনৈতিক ও পারিবারিকভাবে বয়কট করার আহবান জানিয়েছেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
রবিবার “ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১” উপলক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের সংঘাত পূর্ণ পাড়াতলী, বাঁশগাড়ি ও শ্রীনগর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ও নির্বাচনী আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখিত ৩টি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এ আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। রায়পুরা উপজেলা নির্র্বাহী অফিসার আজগর হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রতিদ্ব›দ্বী প্রার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
নির্বাচনপূর্ব সংঘাত নিরসন এবং জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সামাজিক, রাজনৈতিক ও পারিবারিকভাবে বয়কট করা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন জেলা প্রশাসক।
এসময় প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও সুশীল সমাজের মতামত গ্রহণ করা হয় এবং নির্বাচনী আচরণবিধির গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ তুলে ধরেন।
উল্লেখ্য, ইতিপূর্বে পাড়াতলি ও বাঁশগাড়ীতে নির্বাচনী সহিংসার ঘটনা ঘটে। এতে ২ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here