ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: মামুনুল হক

0
27
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সহকারী উপদেষ্টা খোদাবক্স ও জিএমপির কমিশনার নাজমুল করীম খান আওয়ামী লীগের দোসর।তাদের অপসারণ করতে হবে। আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে অবস্থান নিলাম। কোনো পরিস্থিতির সৃষ্টি হলে ওই দুই জনকে দায় নিতে হবে।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ব ইজতেমা ময়দানের ৬ নম্বর গেটের সামনে শুরায়ে নেজাম (জুবায়ের পন্থী) আয়োজিত সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে মামুনুল হক এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, আলেম সমাজের প্রতিনিধি ধর্ম উপদেষ্টা এখন দেশের বাইরে। এই সুযোগে খোদাবক্স ও কমিশনার নাজমূল করীম খান এসব করছে। একটি শান্তিপূর্ণ পরিবেশে মুরব্বিদের নিয়ে সমস্যা সমাধান করতে হবে।তিনি আরো বলেন, সরকারি সিদ্ধান্ত মেনে আমরা আছি।যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে দায় ওই দুজনের। আমরা প্রয়োজনে তুরাগ নদীতে আমাদের রক্তে লাল করে দেব।’
সমাবেশে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য প্রদান করেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি আমানুল হক, মুফতি ফজলুল করিম কাসেমী ও মাওলানা মাসউদুল করিম প্রমুখ।
আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রেæয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রেæয়ারি অনুষ্ঠিত হবে।
৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। ২০ ডিসেম্বর সাদপন্থীরা জোড় ইজতেমা করবেন ও জুবায়েরপন্থীরা করতে দেবে না বলে বিরোধ চলছে। এ অবস্থায় উভয় পক্ষ পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here