
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান, ওস্তাজুল ওলামা, শায়খুল মাশায়েখ, ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (মু.জি.আ) শারীরিক অসুস্থ হয়ে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবদুল করীম সিরাজনগরী, মহাসচিব পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নুরী, নির্বাহী মহাসচিব আল্লামা মাসউদ হোসাইন আল-ক্বাদেরী ও সাংগঠনিক সচিব মাওলানা মুহাম্মদ আবদুল মতিন ৩০ মে বিকালে এক যুক্ত বিবৃতিতে ইমামে আহলে সুন্নাতের দ্রæত সুস্থতা কামনা করেন। দপ্তর সচিব মুহাম্মদ ফিরোজ আলম খোকনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশের সকল সুন্নী মুসলমানের নিকট আল্লাহর দরবারে হুজুরের সুস্থতার জন্য দোয়ার আহবান জানান।
