ইমাম হাশেমী-নঈমী ও আল্লামা ফারুকী (রহ.)এর স্মরণ সভা ও মিলাদ মাহফিল

0
217
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.), শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) ও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ)’র স্মরণ সভা ও মিলাদ মাহফিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ২৪ আগস্ট সোমবার ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা ফরহাদুল ইসলামের সভাপতিত্বে সমিতিরহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি জননেতা মাস্টার খোরশেদুল আলম। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি ছাত্রনেতা এরশাদ চৌধুরী। ইউনিয়ন ছাত্রসেনা সাধারণ সম্পাদক ছাত্রনেতা মিজানুর রহমার মুন্নার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন সভাপতি মাওলানা ওমর ফারুক জালালী, ইউনিয়ন ইসলামী ফ্রন্ট সহ-সভাপতি মাওলানা জহুরুল হক, ইউনিয়ন ইসলামী ফ্রন্ট নেতা রফিকুল আলম, শহীদুল্লাহ চৌধুরী, নুরুল আবসার, যুবসেনা ইউনিয়ন সভাপতি যুবনেতা তারেক আলম, যুবনেতা আবদুর রহমান, হাসান কুতুবী, মিজানুর রহমান রেজভী, শফিউল বশর, পারভেজ, মোজাম্মেল, আলাউদ্দীন, জাহাঙ্গীর, হামীম, নওশাদ, মান্নান, রোমান, ইউসুফ রায়হান, হান্নান, নুরুন্নবী, জয়নাল, নয়ন, মিনহাজ,রিয়াদ, সাব্বির প্রমুখ। স্বরণ সভায় বক্তারা বলেন, শান্তি ও সহমর্মিতার ধর্ম ইসলামের শাশ্বত দর্শন প্রচার প্রসারে ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.), আল্লামা ওবাইদুল হক নঈমী (রহ.) এবং শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) যুগপৎভাবে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন বলে বক্তারা মন্তব্য করেছেন। বক্তারা আরও বলেন, ইসলামী সত্যিকারের তাহযিব তামাদ্দুন প্রতিষ্ঠা, মানুষকে নৈতিকতা, কল্যানকামিতা ও খোদাভীরুতার পথে পরিচালিত করতে এ তিনজন মহান মনীষী আজন্ম কাজ করেছেন। কর্ম ও অবদানের মাঝে এ তিনজন সবসময় শান্তিপ্রিয় মানুষের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবেন। বক্তারা স্মরণ সভা থেকে অনতিবিলম্বে জঙ্গীবাদ-ধর্মীয় উগ্রবাদীদের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবী জানান। স্মরণ সভা শেষে হিজরী নববর্ষ ১৪৪২ বরণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি সমিতিরহাট বাজার প্রদক্ষিণ করে। পরিশেষে মিলাদ-ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে স্মরণ সভার সমাপ্তি হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here