Daily Gazipur Online

ঈদগাহ ও খেলার মাঠ অক্ষুন্ন রেখে বিদ্যালয়ের ভবন নির্মাণের দাবি

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এলাকার একমাত্র ওয়াকফ্কৃত ঈদগাহ ময়দান ও শিশু কিশোরদের খেলার মাঠ চিরদিনের জন্য ধ্বংস করে নির্মাণের পরিকল্পনা চলছে। তাই জনস্বার্থে মাঠ অক্ষুন্ন রেখে পূর্বপাশের পরিবর্তে উত্তরপাশের দীর্ঘদিনের পুরনো জরাজীর্ণ ভবনটির স্থলে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও এ অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী।
জানা যায়, পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি অত্র এলাকার শিশু কিশোরদের খেলাধুলা ও বিনোদনের জন্য একমাত্র উম্মুক্ত স্থান। এখানে পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ছাড়াও একই বাউন্ডারিতে অবস্থিত টঙ্গী আশরাফুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রায় সাতশত শিক্ষার্থীর সমাবেশ ও খেলাধুলার জন্য ব্যবহৃত হয়। এছাড়া এটি এলাকার একমাত্র ওয়াক্ফকৃত ঈদগাহ্ মাঠ হওয়ার সর্বস্তরের জনসাধারণ এখানে পবিত্র ঈদের নামাজ আদায় করে থাকেন। তাছাড়া জানাজার নামাজ , বার্ষিক ওয়াজ মাহফিলসহ সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানা অনুষ্ঠান করার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে স্কুল, মাদ্রাসা ও ঈদগাহ মাঠের সমন্বিত একমাত্র এই মাঠটি।
একই বাউন্ডারিতে অবস্থিত পাগাড় আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রার সহ- সুপার মাও: মুফতি তাজুল ইসলাম ফারুকী বলেন, প্রয়োজনের তুলনায় এমনি মাঠটি অনেক ছোট ও সংকুচিত হয়ে গেছে। এ অবস্থায উত্তর-দক্ষিণ লম্বা এবং পূর্ব-পশ্চিম প্রশস্ত এই মাঠের পূর্বপার্শ্বে অনুমোদিত আরো বড় নতুন ভবন যদি নির্মাণ করা হয় তাহলে এ মাঠ এতটাই ছোট হবে যে, সেখানে ব্যবহারযোগ্য তেমন কোনো মাঠই আর থাকবেনা।
এ প্রসংঙ্গে পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালযের সাবেক সভাপতি ও ৪৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালেদুর রহমান রাসেল বলেন, শিক্ষার জন্য যেমন নতুন ভবন দরকার তেমনি শিশু কিশোরদের খেলাধুলাসহ নানা সামাজিক কাজের জন্য আমাদের মাঠও একান্ত প্রয়োজন। তবে এখানে যেভাবে পূর্বপাশে ভবনটি নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে এভাবে ভবন নির্মাণ হলে এ এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ নানামুখি ব্যবহারের এ মাঠ থেকে চিরদিনের জন্য বঞ্চিত হবেন।
পূর্বপাশে পরিকল্পনা অনুযায়ী নতুন ভবন নির্মাণ হলে যেমন সারা জীবনের জন্য মাঠ নষ্ট হবে তেমনি পূর্ব- পশ্চিমমুখি ভবনে সারাদিন রৌদ্র থাকবে এবং বিরূপ আবহাওয়ায় শিক্ষার্থীরা অস্বস্তিকর পরিবেশে পরবে। পাগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছমীন আরা মমতাজ বলেন, পড়াশোনার জন্য যেমন ভবন দরকার তেমনি এলাকাবাসীর দাবি অনুযায়ী মাঠও প্রয়োজন। মাঠও যেনো নষ্ট না হয় এবং ভবনটাও যেনো হয় এটাই আমার চাওয়া।
সরেজমিনে দেখা যায় প্রকৃত পক্ষে এই স্কুলের উত্তর ও পূর্ব পাশের দুটি ভাবনই দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অন্যদিকে পূর্ব পাশের তুলনায় উত্তর পাশের ভবনটি আরো অনেক আগে নির্মিত এবং সংগতকারণে বেশী জরাজীর্ণ। তাই এলাকাবাসীসহ আমাদের সকলের প্রস্তাব উত্তর পাশে উত্তর-দক্ষিণমুখি নতুন ভবনটি করলে যেমন হবে পরিবেশ বান্ধব তেমনি সকলের প্রাণের দাবি জনগুরুত্বপূর্ণ এই মাঠটিও অক্ষত থাকবে। বিষয়টি অবহিত করে পূর্ব পাশের পরিবর্তে উত্তর পাশে ভবনটি নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে ইতোমধ্যে জেলা প্রশাসক, উপজেলা প্রকৌশল অধিদপ্তর, জেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে।