

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান ২৫ এপ্রিল ২০২২ (সোমবার) এক বিবৃতিতে রাজধানীর উত্তরায় বেতন—বোনাসের দাবীতে বিক্ষোভরত ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশনের শ্রমিকদের উপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উত্তরার ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশনের মালিক ইলিয়াস পাটোয়ারী বেতন—বোনাস না দিয়ে ৬ দিন যাবৎ গা ঢাকা দিয়ে রয়েছে। বেতন বোনাস ও বকেয়া পাওনার দাবীতে অনাহারী—ক্ষুধার্ত শ্রমিকরা রাস্তায় বিক্ষোভকালে পুলিশ হামলা চালিয়ে অর্ধশতাধিক শ্রমিককে আহত করেছে। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করা পলাতক মালিককে গ্রেপ্তার না করে ক্ষুধার্ত শ্রমিকদের উপর বর্বরোচিত হামলা খুবই দুঃখজনক ও নিন্দনীয়।
নেতৃবৃন্দ অবিলম্বে ইন্ট্রাকো ডিজাইন ও ইন্ট্রাকো ফ্যাশনের মালিক ইলিয়াস পাটোয়ারী কে প্রকাশ্যে এনে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। একই সাথে শ্রমিকদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
