Daily Gazipur Online

উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। রোববার সকাল ৯টার পর থেকে তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন।
বর্তমানে উত্তরার আব্দুল্লাহপুর সড়কের একপাশে সীমিতভাবে যান চলাচল করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা পুরো উত্তরা বিভাগের মূল সড়কে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।