

মোঃরফিকুল ইসলাম মিঠু ( উত্তরা) ঢাকা: বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষরা।
গুলিস্তানের নগর ভবনে তাদের ‘গুরু-মা’ (সর্দার) ঢাকায় সিটি করপোরেশনের প্রতিনিধির উপস্থিতিতে দোকান মালিক সভাপতি হেলাল উদ্দিনের কাছে এই অর্থ তুলে দেন।
দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সদস্যরা এই টাকা দিয়েছেন জানিয়ে ‘গুরু-মা’ বিউটি হাজি বলেন, “আমরা সবাই মিলে এই টাকা দিছি। এখানে কেউ ১০০, ৫০, ২০০ টাকাও দিছে। আরও কয়েকজন দিবে বলেছে। এরমধ্যে আমার এক শিষ্য এক লাখ টাকা দিতে চেয়েছে।”
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, “মানবতার বিজয় হয়েছে। আমাদের ট্রান্সজেন্ডার বোনদের পক্ষ থেকে ২২ লাখ ৬ হাজার টাকা জমা দেওয়া হয়েছে।
তারা বলেছেন, এবার তারা ঈদ করবেন না। এর মধ্যে এককভাবে একজনই ২ লাখ টাকা দিয়েছেন, তবে আমরা গুণে সেখানে ৬ হাজার টাকা বেশি পেয়েছি। ট্রান্সজেন্ডাররা মনে করছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারলে তারাও টিকে থাকতে পারবেন।”
ঢাকার উত্তরার বাসিন্দা ট্রান্সজেন্ডার আলেয়া বলেন, “আমি হজ করার জন্য টাকা গোছাইছিলাম। আমি যে টাকা দিচ্ছি, এই টাকা তো দোকানদের কাছ থেকে, মানুষদের কাছ থেকে নিয়েছি। আমার হজের টাকা আমি তাদের মাঝে বিলাই দিলাম। পরে যদি আবার সুযোগ হয় তাহলে হজ করব। এবার হজ করব না। আমি চাই, ব্যবসায়ীদের ছেলে-মেয়েরা ঈদের মধ্যে ডাইল-ভাত খাউক। তারাও বেঁচে থাক।”
