উত্তরায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,প্রাইভেটকার জব্দ

0
119
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-শাহির জামিল (২৬) ও তাজিমা নেওয়াজ বন্নি (৩২)। এসময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার ডিএমপি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো: আকতারুজ্জামান ইলিয়াছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার সন্ধ্যার দিকে উত্তরা পশ্চিম থানার ৭নং সেক্টরের ২০নং রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে জিঞ্জাসাবাদ শেষে ধৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানান,গ্রেফতারকৃতরা পেশাদার মাদক সেবনকারী। তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা সংগ্রহ করে নিয়মিত সেবন করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here