উত্তরায় গাঁজাসহ মলম পার্টির এক সদস্য গ্রেফতার

0
130
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে গাঁজাসহ মলম পার্টির একজন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নামঃ শ্রী বিশ্বজিৎ রায়। এসময় তার হেফাজত হতে ২০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল, একটি পাসপোর্ট ও ৩০ টি চেতনা নাশক ডরমিকাম ট্যাবলেট জব্দ করা হয়।
মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি ২০২২) রাত ৬:৪৫টায় উত্তরা পূর্ব থানার আজিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানার শদালাপী ও বিনয়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন,উত্তরা পূর্ব থানার ০৬ নং সেক্টর আজিমপুর পুলিশ বক্স এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চেকপোষ্ট করাকালে গাঁজা ও চেতনা নাশক ডরমিকামসহ বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ঢাকাসহ আশ-পাশ এলাকায় গাঁজা বিক্রয় করতো। পথচারিদের চেতনা নাশক ট্যাবলেট কৌশলে সেবন করিয়ে অচেতন করে টাকা,মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যেত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় পৃথক মামলা রুজু হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here