
ডেইলি গাজীপুর প্রতিবেদক: উত্তরা পশ্চিম থানা ১০ নং সেক্টরের ২১ নং রোডের বাইদ্যা পট্টি এলাকা থেকে কোকিলা (৩২) নামে এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকার মোঃ পলাশ ইকবাল তাকে নিয়ে পালিয়ে গেছে। তার কোন খোজ খবর না পেয়ে তার মা কামিনী বেগম উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন। জিডি নং- ৯৩।
জিডি সূত্রে জানা যায়, গত ২/৩ মাস পূর্বে তার বড় মেয়ে কোকিলা সাথে একই এলাকার মোঃ পলাশ ইকবাল তার মোবাইলের মাধ্যমে কোকিলার মোবাইলে (০১৯৪৫৯০২৭৫৩) যোগাযোগ করে রাতের অন্ধকারে তাকে নিয়ে পালিয়ে যায়। পরে তার মোবাইলে যোগাযোগ করা গলে, সে আসবেনা বলে জানায় এবং তার সাথে সংসার করবে। কিন্তু ৩মাস অতিবাহিত হলেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি এখন তাদের মোবাইল ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য তার মা কামিনি বেগম জানায় যে কেউ তাদের সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে ০১৯৬৭১৩২৪৮০।
