উত্তরায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

0
17
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনের সময় উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে ছাত্র ও সাধারণ জনতার ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী ইফতে খারুল আলম ভুঁইয়া ওরফে আরাফাত (২৪) কে গ্রেপ্তার করেছে র্যা ব-১ এর একটি দল । সোমবার (৭ই অক্টোবর) রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় । র্যা ব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) মোছা. সুরাইয়া খাতুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলন দমাতে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাসীরা । আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় ছাত্র-জনতার ওপর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা । ছাত্রদের ওপর নির্মমভাবে গুলি চালানোর ভিডিও ফুটেজ এবং এজাহারের কপি পর্যালোচনার মাধ্যমে আসামি শনাক্ত করা হয় । সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য র্যাাব-১ এর অভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে । এরই প্রেক্ষিতে রাতে র্যাুব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার পলাতক আসামি উত্তরায় ৪ নম্বর সেক্টরে আত্মগোপনে রয়েছে । ওই তথ্যের ভিত্তিতে হত্যা মামলার পলাতক আসামি ইফতে খারুল আলম ভুঁইয়া ওরফে আরাফাতকে গ্রেপ্তার করা হয় । সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে, বৈষম্যবিরোধী আন্দোলনে যুবলীগ কর্মী আরাফাত দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদের ওপর প্রকাশ্যে হামলা চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত দেশীয় অস্ত্র ব্যবহার করে ছাত্রদের ওপর প্রকাশ্যে হামলা চালানোর ঘটনা স্বীকার করেছে বলেও জানান র্যা ব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মোছা. সুরাইয়া খাতুন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here