এস.এম.মনির হোসেন জীবন : রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের উত্তরার গোপন অফিস থেকে জাল টাকা উদ্ধারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আরও একটি মামলা দায়ের করেছে এলিট ফোর্স র্যাব।
বুধবার দিবাগত মধ্যরাতে র্যাবের পক্ষ থেকে এই জাল টাকার মামলা দায়ের করা হয়।
আজ ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা গনমাধ্যমকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাসা থেকে ১ লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধারের ঘটনায় র্যাব বাদি হয়ে এই জাল টাকার মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ১১ (৭)২০২০। তারিখ-১৬-০৭-২০২০। ওই মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহেদকে। এছাড়া রিজেন্টের এমডি মাসুদ পারভেজসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। বুধবার দুপুরে রিজেন্ট গ্রুপি ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের এই বাসার ৪ (এ) ফ্লাটে তল্লাশী চালিয়ে ১ লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধারের ঘটনা ঘটে।
প্রতারণা,জাল-জালিয়াতি,টাকা আত্নসাৎসহ নানা অপকর্মের ঘটনায় ইতোপূর্বে সাহেদের বিরুদ্ধে ৫৯টি মামলার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। যার মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন সাহেদ।
এদিকে, আজ বৃহস্পতিবার করোনাভাইরাস নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে সাহেদকে হাজির করা হয়। আদালত পুলিশের আবেদন বিবেচনায় নিয়ে সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।