উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের কমিটির সাথে মতবিনিময় করেন কাউন্সিলর মোতালেব মিয়া

0
148
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের উদ্যোগে এই মতবিনিময় সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে নব নির্বাচিত কমিটির সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন, সভাপতি মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফারুক আহেম্মদ সরকার, সাধারন সম্পাদক মনির হোসেন (শিশির), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ( একা) , সহ- সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার, অর্থ সম্পাদক ইসমাঈল হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মানিক হোসেন ( বাবু), নির্বাহী সদস্য তানিম হোসেন, ও সাধারন সদস্য ইব্রাহীম হাসান।
ওয়ার্ড কাউন্সিলর মোতালেব মিয়া সাংবাদিকের উদ্দেশ্য বলেন, সাংবাদিক পেশা একটি মহান পেশা। আমরা কাউন্সিলর হিসাবে যারা নির্বাচিত হয় ৫ বছরের জন্য এবং সরকার নির্বাচিত হয় ৫ বছরের জন্য। কিন্তু সাংবাদিক পেশায় যারা নিয়োজিত তারা আজীবনের জন্য। যদি আপনাদের পেশা গুরুত্ব দিয়ে সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে দেশ ও জাতিকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রধান ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বর্তমান এই মহামারী সময়ে সরকার থেকে অনুদান পেয়েছি ৩০ টন চাল কিন্ত আমরা জনগনকে ত্রান পৌঁছে দেয়েছি প্রায় ৩৬ টন। আমরা প্রায় ৪৫০ পরিবারকে অনুদান দিয়েছি।
প্রেসক্লাবের মঙ্গল কামনা করেন সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here