মো: শাহজালাল দেওয়ান,উত্তরা ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর নির্দেশনা এবং রাজউকের প্রতিশ্রুতি মোতাবেক উত্তরা তৃতীয় প্রকল্প শহর বাস্তবায়ন অবকাঠামো ৫ কাঠা তদুর্ধ জমির ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনের দাবিতে এবং রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক (এস্টেট ও ভূমি-২) জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা, টঙ্গী,বিমান বন্দর ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশ নেন। উত্তরা তৃতীয় প্রকল্প ক্ষতিগ্রস্ত কল্যাণ সমিতির সভাপতি আফাজ উদ্দিন এর সভাপতিত্বে এবং উত্তরার বাসিন্দা চাঁন মিয়া ব্যাপারীর পরিচালনায় এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া,ক্ষতিগ্রস্ত পরিবারের উত্তরায় বাসিন্দা হারুনুর রশিদ খোকা,একলাস উদ্দিন,সাইফুর ইসলাম,তুরাগের বাসিন্দা,আব্দুল আলী,মহিউদ্দিন সোহাগ রাজা,সোহেল রানা,এরশাদ সরকার সহ উত্তরা টঙ্গী এবং বিমানবন্দর থেকে বিভিন্ন প্লট ও ফ্ল্যাটের মালিকগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন । মানববন্ধনে রাস্তায় দু’পাশে দাঁড়িয়ে এ সময় এলাকাবাসী এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধ কিংবা মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে। এ সময় বিভিন্ন এলাকা ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে রাজউকের জোনাল অফিসের সামনে এসে সমবেত হয়ে বিশাল জনসমুদ্রে পরিণত করে তাদের মুখে একটাই স্লোগান ছিল আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে।
এদিকে সম্প্রসারিত উত্তরা (তৃতীয় পর্ব) আবাসিক প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্লট বরাদ্দের বিষয়ে রাজউক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বরাদ্দের প্রক্রিয়া এখনো চলছে। মানববন্ধনে অংশ নেয়া এরাকা বাসিন্দা বলেন, রাজউকের উত্তরা জোনাল অফিস সরিয়ে নিলে সেবার জন্য আমাদেরকে মতিঝিল যেতে হবে। অনেক বাড়ি ও ফ্ল্যাট মালিক বৃদ্ধ হওয়ায় তারা ঢাকার যানজট পেরিয়ে কিভাবে মতিঝিল গিয়ে রাজউকের সেবা নিবে? এই বিষয়গুলো অবশ্যই কর্তৃপক্ষকে ভাবা উচিত। আমরা রাজউক কর্তৃপক্ষের এই হটকারি আদেশ মানিনা।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি, ২০২৫ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন স্বাক্ষরিত এক আদেশে আগামী তিন কার্যদিবসের মধ্যে রাজউক উত্তরা জোনাল অফিস (এস্টেট ও ভূমি-২) এর সব ধরণের কার্যক্রম উত্তরা থেকে সরিয়ে রাজউক প্রধান ভবনে স্থানান্তরের আদেশ জারি করা হয়। এরই প্রতিবাদে ১৫ জানুয়ারি প্রথম মানববন্ধনের ডাক দিয়েছিলো এলাকাবাসী।
ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল ব্যক্তিবর্গের নামে অবৈধভাবে প্লট বরাদ্দ দিয়েছিল তা বাতিল করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাদের ন্যায্য দাবি মোতাবেক প্লট দেওয়া এবং উত্তরা জোনাল অফিস মতিঝিলে স্থানান্তরের না করার দাবি সহ ৬ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার উত্তরা জোনাল অফিসের উপ-পরিচালকের কাছে এক স্মারকলিপি জমা দেন এখানকার বাসিন্দারা।